২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হবে!
📝 আবেদন প্রক্রিয়া
- স্কলারশিপের জন্য অবশ্যই অনলাইনে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
- স্কলারশিপ আবেদনের শেষ তারিখ: ১৭-০৮-২০২৫ খ্রি. ; পরীক্ষার তারিখ: ১৮-০৮-২০২৫ খ্রি.
- ফর্ম পূরণ ও সাবমিট করার পর একটি রেফারেন্স আইডি পাবেন। (পেমেন্ট করার সময় অবশ্যই রেফারেন্স আইডি ব্যবহার করতে হবে)
- প্রতিষ্ঠানের বিকাশ মার্চেন্ট একাউন্ট 01705806080 নম্বর এ 100 টাকা বিকাশ পেমেন্ট করতে হবে।
- পেমেন্ট সম্পন্ন হলে আপনি একটি ট্রানজেকশন আইডি পাবেন।
- রেজিস্ট্রেশন রেফারেন্স আইডি ও ট্রানজেকশন আইডি দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
- পরীক্ষার সময়, তারিখ ও কেন্দ্র এডমিট কার্ডে উল্লেখ থাকবে। এছাড়াও এসএমএস ও ওয়েবসাইট থেকেও জানা যাবে।
📘 পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন
- এসএসসি পরীক্ষা-২০২৫ এর সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।
- বিজ্ঞান শাখা: বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন — প্রতি বিষয়ে ২০ নম্বর করে মোট = ১০০ নম্বর।
- ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, সাধারণ জ্ঞান — প্রতি বিষয়ে ২০ নম্বর করে মোট = ১০০ নম্বর।
📋 আবেদনের ন্যূনতম যোগ্যতা
- বিজ্ঞান শাখা: জিপিএ ৪.৭২
- ব্যবসায় শিক্ষা শাখা: জিপিএ ৩.০০
- [ বিজ্ঞান ও মানবিক শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকলে ব্যবসায় শিক্ষা শাখায় আবেদন করা যাবে]
☎️ হেল্পলাইন: 01714383288; 01701284961; 01701284981