কলেজের ইউনিফর্ম
শিক্ষা প্রতিষ্ঠানের সমতা, শৃঙ্খলা ও সৌন্দর্যবোধের স্মারক কলেজ ইউনিফর্ম। ইউনিফর্ম ছাত্র–ছাত্রীদের মনকে যেমন সজীব করে তোলে, তেমনি পারস্পরিক সম্প্রীতি ও মাধুর্যপূর্ণ বন্ধন সৃষ্টিতে সহায়তা করে। অতএব, প্রত্যেক ছাত্র–ছাত্রীকে কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে কলেজে আসতে হবে।
ছাত্রদের জন্য:
গ্রীষ্মকালীন :
সার্ট, ফুল প্যান্ট, কালো অক্সফোর্ড স্যু, কালো বেল্ট ও আইডি কার্ড।
শীতকালীন :
সার্ট, ফুল প্যান্ট, কালো ব্লেজার, কালো অক্সফোর্ড স্যু, কালো বেল্ট ও আইডি কার্ড।
ছাত্রীদের জন্য:
গ্রীষ্মকালীন :
কামিজ, প্যান্ট, বেল্ট, ওড়না, ব্লাক পাম্প স্যু ও আইডি কার্ড।
শীতকালীন :
কামিজ, প্যান্ট, বেল্ট, ওড়না, কালো ব্লেজার, ব্লাক পাম্প স্যু ও আইডি কার্ড।